এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

অস্থির জোকস

নয় মার্কিন পণ্ডিত আর এক
বাংলাদেশি রাজনীতিবিদ গেলেন হিমালয়
জয় করতে। কিন্তু পাহাড়ে ওঠার সময়
ভীষণ বিপদে পড়ে গেলেন দশ
অভিযাত্রী। বেয়ে ওঠার দড়িটা খুব
দুর্বল হয়ে গেছে।
যেকোনো একজনকে দড়ি থেকে ফেলে না দিলে সবাই
একসঙ্গে পড়ে যাবেন এমন অবস্থা।
কিন্তু কেউই হাত
থেকে দড়ি ছাড়তে নারাজ।
বাংলাদেশি রাজনীতিবিদ দেখলেন
পরিস্থিতি বেশি সুবিধার না।
তাঁরা নয়জন মিলে তাঁকে হাত
থেকে দড়ি ছেড়ে দিতে বাধ্য করবেন।
তখন তিনি সবার উদ্দেশে বক্তৃতা শুরু
করলেন, কেন তাঁদের মতন মহান
পণ্ডিতদের জীবন তাঁর মতন তুচ্ছ
মানুষের জীবনের চেয়ে অনেক
বেশি মূল্যবান এবং তিনি এই নয়
মার্কিন পণ্ডিতের জন্য নিজের জীবন
উৎসর্গ করতে পেরে কেমন ধন্য বোধ
করছেন। পণ্ডিতেরা বক্তৃতায়
আবেগাপ্লুত হয়ে সবাই
হাততালি দিয়ে উঠলেন।

1 টি মন্তব্য: